মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোহামেদ মুইজ্জুকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুভেচ্ছাবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই আশা প্রকাশ করেছেন যে আগামী দিনে উভয় দেশের মধ্যে বন্ধন আরও জোরদার হবে।
গত শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দল প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীভসের (পিপিএম) প্রার্থী মুইজ্জু প্রায় ৫৪ শতাংশ ভোট পান বলে প্রাথমিক ফলাফলে জানা যায়।
নির্বাচনে মুইজ্জুর প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ইব্রাহিম মোহাম্মদ সলিহ। ভারতপন্থী হিসেবে পরিচিত সলিহ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে মুইজ্জুকে অভিনন্দন জানিয়েছেন।
আল-জাজিরার খবরে বলা হয়, আগামী ১৭ নভেম্বর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে মুইজ্জুর। তিনি চীনঘেঁষা হিসেবে ব্যাপকভাবে পরিচিত।