সকালেই পড়ুন আলোচিত যত খবর

শুভ সকাল। আজ ৯ জুন, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত কিছু খবর হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। তাই আজকের এ ছুটির দিনটি শুরু করুন প্রথম আলো অনলাইনের আলোচিত কয়েকটি খবর পড়ে।

ভুল নীতির মাশুল অর্থনীতিতে

টাকার মান কৃত্রিমভাবে ধরে রাখার খেসারত দিতে হচ্ছে গোটা অর্থনীতিকে। ডলারের বিনিময় হার বাংলাদেশ ব্যাংক ধরে রেখেছিল বহু বছর। কিন্তু অর্থনীতি যখন সংকটে পড়ল, কমে গেল ডলার আয়, তখন আর পরিস্থিতি সামাল দিতে পারল না বাংলাদেশ। ডলার–সংকটের প্রভাব এখন পুরো অর্থনীতিতে। এর ফলে সরকারের লেনদেনে দেখা দিয়েছে রেকর্ড ঘাটতি, কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিশোধের খরচ বেড়েছে, দেখা দিয়েছে জ্বালানিসংকট, অসহনীয় হয়ে উঠেছে মূল্যস্ফীতির চাপ। ভুল অর্থনৈতিক নীতি সংকটকে আরও প্রকট করছে। ফলে যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা দেশে উচ্চ প্রবৃদ্ধি দিয়েছে, তা–ও হুমকির মুখে। বিস্তারিত পড়ুন:

দুই শিশুর মৃত্যু: তেলাপোকা মারার ওই কীটনাশক বাসাবাড়িতে ব্যবহার করা যায় না

গুলশানের দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাঁদের বাসায় তেলাপোকা নিধনের কীটনাশক দেওয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান আশরাফুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরহাদুল আমিন। আজ সকালে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়
ছবি: ডিএমপির সৌজন্যে

বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় তেলাপোকা নিধনের জন্য যে কীটনাশক ব্যবহার করা হয়েছিল, তা বাসাবাড়িতে ব্যবহার করা যায় না বলে পুলিশ জানিয়েছে। বাসাটিতে তেলাপোকা নিধনের জন্য কীটনাশক দেওয়া প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড কোম্পানির চেয়ারম্যান আশরাফুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরহাদুল আমিনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন:

ঢাকার কাছে দিল্লির ব্যাখ্যা: ‘অখণ্ড ভারতের’ মানচিত্রটি অশোকের রাজত্বকালের

ভারতের নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারতের’ এই মানচিত্র বসানো হয়েছে
ছবি: এএনআই

ভারতের নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারতের’ মানচিত্র যে ম্যুরালটিতে, তাতে সম্রাট অশোকের রাজত্বকাল বোঝানো হয়েছে। বাংলাদেশের প্রশ্নের জবাবে ভারত এমনটাই জানিয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। বিস্তারিত পড়ুন:

আর্জেন্টিনার আদালতে শুনানি: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে রোহিঙ্গাদের সশরীর সাক্ষ্য শুরু

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর অভিযানের সময় রোহিঙ্গাদেরে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়
ফাইল ছবি: রয়টার্স

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আদালতে প্রথমবারের মতো সশরীর সাক্ষ্য দিয়েছেন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি। গত বুধবার আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি আদালতে এই সাক্ষ্য গ্রহণ হয়। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে রোহিঙ্গানিধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন:

পিএসজিতে দুই মৌসুম সন্তুষ্ট ছিলেন না মেসি

লিওনেল মেসি
ছবি: এএফপি

পিএসজিতে লিওনেল মেসির সময়টা কেমন ছিল? এই প্রশ্নে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। যে ক্লাবে মেসির মতো তারকাকে বিদায়বেলাতেও দুয়ো শুনতে হয়েছে, তখন এ অধ্যায়টাকে ‘ভালো’ বলা বেশ কঠিনই। যদিও এত দিন নিজের পিএসজি–অধ্যায় নিয়ে মুখ ফুটে কিছুই বলেননি মেসি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো ও মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে পিএসজির হয়ে দুই মৌসুম মেসি কেমন কাটিয়েছেন, সে কথাই জানিয়েছেন। আর্জেন্টাইন অধিনায়ক স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, পিএসজির সময়টা মোটেও সুখকর ছিল না। বিস্তারিত পড়ুন: