এলপিজির দামে আগুন

গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এলপিজির ১২ কেজির সিলিন্ডার। তা এখন বাড়তি দামে কিনতে হচ্ছেছবি: প্রথম আলো

রাজধানীতে এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে; ডিসেম্বরে নির্ধারিত ১,২৫৩ টাকার ১২ কেজির সিলিন্ডার ১,৫০০-২,১০০ টাকায় বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে চাহিদা, জাহাজ সংকট ও ২৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ায় ডিসেম্বরে আমদানি প্রায় ৪০% কমেছে। সরবরাহ ঘাটতি ও পরিবহন খরচ বাড়ায় কোম্পানিগুলোও বাড়তি দামে বিক্রি করছে। বিইআরসি লোয়াবকে নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দিলেও ক্যাব বলছে, বাজার নিয়ন্ত্রণে সংস্থাটির ব্যর্থতা স্পষ্ট।