আজ মেঘলা আকাশ, কাল বৃষ্টি হতে পারে রাজধানীতে

আবহাওয়া অধিদপ্তর।
ফাইল ফটো

রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে কিছু এলাকায় সামান্য রোদের দেখা মিলেছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই রোদ উধাও। এখন আকাশ ঢাকা মেঘে। এ মেঘ বৃষ্টি হয়ে ঝরতে পারে আজ রাতে বা কাল রোববার সকালে। এমন বার্তাই দিল আগারগাঁওয়ের আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি থাকা গভীর একটি নিম্নচাপ গতকাল শুক্রবার দুপুরে একই এলাকায় থেকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’–এ পরিণত হয়েছিল। ঝড়টি উত্তর-পশ্চিমে এগিয়ে আজ সেখানেই ছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ প্রথম আলোকে বলেন, আজ রাতের দিকে ভারতের ওডিশা উপকূলে এসে পৌঁছাবে জাওয়াদ। তবে তখন সেটি আর ঘূর্ণিঝড় হিসেবে থাকবে না; হয়ে যাবে গভীর নিম্নচাপ। পরে এটি ভারতের পশ্চিমবঙ্গমুখী হবে। ততক্ষণে জাওয়াদ ক্ষমতা হারাবে আরও বেশি। রাজধানীসহ বিভিন্ন এলাকার মেঘলা আকাশ বা কোথাও ছিটেফোঁটা বৃষ্টির কারণ এই গভীর নিম্নচাপ।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বজলুর রশীদ বলেন, এবারের নিম্নচাপের কারণে এই বৃষ্টির পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। অর্থাৎ রাতে শীত বাড়বে। কিন্তু দিনের তাপমাত্রা কমার লক্ষণ নেই। ১৫ ডিসেম্বরের পর শীতের প্রকোপ বাড়তে পারে।