সবুজ উন্নয়নের পথে এগোতে বাস্তবসম্মত উদ্যোগ দরকার

এক ভার্চ্যুয়াল আলোচনায় বক্তারা বলেছেন, সবুজ উন্নয়নের পথে বাংলাদেশ অনেকগুলো পরিকল্পনা করেছে। এসব পরিকল্পনা-উদ্যোগকে বাস্তবসম্মত করতে না পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণ করা কঠিন হয়ে যাবে।

আজ রোববার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও বিশ্বব্যাংক গ্রুপ আয়োজিত ‘বিল্ড ব্যাক গ্রিনার’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সবুজ উন্নয়নের পথে এগোনোর জন্য আহ্বান জানান। এ ক্ষেত্রে পণ্য উৎপাদন থেকে শুরু করে তার ব্যবহার এবং ফেলে দেওয়ার পর তা যাতে পরিবেশের ক্ষতি না করে, সে ব্যাপারে খেয়াল রাখার ওপরে গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনায় মূল প্রবন্ধ তুলে ধরেন বিশ্বব্যাংক গ্রুপের জ্যেষ্ঠ পরিবেশ অর্থনীতিবিদ ইউন জো ওআইই। তিনি দক্ষিণ কোরিয়ার উদাহরণ দিয়ে বলেন, বিশ্বের অনেক উন্নত দেশের মতো দক্ষিণ কোরিয়া সবুজ উন্নয়নের পথে এগোচ্ছে। সেখানে সরকারের সবুজ উন্নয়ন নীতির বাস্তবায়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ তামিম বলেন, ‘আমাদের জ্বালানি খাতকে কম কার্বন নিঃসরণের পথে এগোনোর কথা বলা হচ্ছে। তবে নবায়নযোগ্য জ্বালানির জন্য যে বাড়তি ব্যয় করতে হবে, তা জোগান দেওয়ার মতো আর্থিক সামর্থ্য আমাদের আছে কি না, সেটি বিবেচনা করতে হবে।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর আতিউর রহমান সবুজ উন্নয়ন পরিকল্পনায় অর্থায়নের বিষয়টি গুরুত্ব দেন। তিনি বলেন, ‘সেচ, জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। তবে অন্যান্য খাতকেও সবুজ পথে এগোতে হবে। তবে আমরা তৈরি পোশাক খাতকে যেভাবে সবুজ উন্নয়নের জন্য সহযোগিতা দিই, চামড়াশিল্প খাতে সেভাবে দিই না।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘বাংলাদেশ পরিবেশবান্ধব উন্নয়নের অনেক পরিকল্পনা করেছে। জাতিসংঘের কাছে স্বপ্রণোদিত কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা জমা দিয়েছে। কিন্তু এখানে প্রধানত মনে রাখতে হবে, এসব পরিকল্পনা বাস্তবায়নের মতো আর্থিক সামর্থ্য ও সক্ষমতা আমাদের আছে কি না। ফলে বাস্তবায়ন সম্ভব, এমন পরিকল্পনা আমাদের করতে হবে।’

বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান প্যারিস জলবায়ু চুক্তির প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাংলাদেশ ওই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কীভাবে এগোবে, তার একটি আর্থিক ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা দরকার।

অ্যাপেক্স ফুটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মনজুর বলেন, ‘আমরা এলইডি বাল্বকে সবুজ প্রযুক্তি বলছি। দেশে অনেক সবুজ কারখানা গড়ে উঠছে। কিন্তু এসব কারখানা থেকে উৎপাদিত পণ্য কোথায় ফেলা হচ্ছে, সেগুলো পরিবেশের ক্ষতি করছে কি না, তা আমাদের খেয়াল রাখতে হবে।’

আলোচনা সভা সঞ্চালনা করেন পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদি সাত্তার ও নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।