সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায়, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

প্রথম আলো ফাইল ছবি

চুয়াডাঙ্গায় আজ মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। জেলাজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ এখানকার তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আজসহ মোট চার দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯ ও ২০ ডিসেম্বর ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সোমবার ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থাকলেও তা থেকে দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে এক দিনেই। শৈত্যপ্রবাহের কারণে মাঠের ফসল নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়ে গেছেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর বলেন, কুয়াশার কারণে বিশেষ করে আলুখেত ছত্রাকে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তবে দিনের বেলা পর্যাপ্ত রোদের কারণে আপাতত সে আশঙ্কা নেই। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গায় প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি উত্তর থেকে আসা হিমেল হাওয়ার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে।