তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন এলাকায় আরও তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশা ও শৈত্যপ্রবাহ থাকতে পারে। আর আগামী বুধবার (৩১ জানুয়ারি) থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে। আগামীকাল রোববার রাত থেকে শৈত্যপ্রবাহপ্রবণ এলাকা ক্রমান্বয়ে কমতে পারে বলে জানিয়েছে দপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ৩১ জানুয়ারি দেশের বেশির ভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে, যা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে। তবে ২ ফেব্রুয়ারি থেকে উত্তর–পূর্বাঞ্চলে আরও কয়েক দিন বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলেছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল ব্যাহত হতে পারে। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আগামীকালও শুষ্ক থাকতে পারে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পরশু সোমবারও আবহাওয়া একই রকম থাকতে পারে।