শীতের তীব্রতা আজ থেকে কমে আসবে

দেশের বিভিন্ন স্থানে চলছে শৈত্যপ্রবাহফাইল ছবি: প্রথম আলো

শীতের তীব্রতা গত দুই দিন রাজধানী ঢাকায় অনেকটাই কম। তবে ঢাকার বাইরের পরিস্থিতি এখনো ভিন্ন। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়ার কাছাকাছি তাপমাত্রা ছিল দিনাজপুর ও নীলফামারীর সৈয়দপুরে। এর মধ্যে দিনাজপুরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সৈয়দপুরের তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তেঁতুলিয়া, দিনাজপুর ও সৈয়দপুরে এখন তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে আজ সোমবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে। আর আগামীকাল মঙ্গলবার শৈত্যপ্রবাহের আওতাধীন জেলার সংখ্যাও অনেকটা কমে আসবে।