দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রাজধানীতে

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকায়। আজ শুক্রবার বেলা তিনটার পর ঝোড়ো হাওয়াসহ এ বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি কালবৈশাখীর বৃষ্টি। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানী ছাড়া দেশের আর মাত্র দুই জায়গায় বৃষ্টি হয়েছে। তবে এর পরিমাণ খুব বেশি নয়। রাজধানীতে বৃষ্টির কারণে আজ রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির পরিমাণ তুলে ধরা হয়। সেই অনুসারে, আজ রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আজ রাজধানীতে যে বৃষ্টি হয়েছে, এটি কালবৈশাখীর বৃষ্টি। এ সময় ঝোড়ো হাওয়া ছিল।

রাজধানীতে ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।

রাজধানী থেকে এই ঝোড়ো হাওয়া পূর্ব দিকে কুমিল্লার দিকে চলে যায় বলে জানান উমর ফারুক। এ কারণে কুমিল্লায় আজ বৃষ্টি হয়েছে। সেখানে বৃষ্টির পরিমাণ ছিল ৪ মিলিমিটার। এরপর মেঘ বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে চলে যায়।

আজ রাজধানী ঢাকা, কুমিল্লা ও সিলেটে বৃষ্টি হয়। সিলেটে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, বৃষ্টির কারণে রাতে রাজধানীর তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যত্র তাপমাত্রা বাড়বে। আগামী দুই দিন তাপমাত্রা বৃদ্ধির অব্যাহত থাকবে। তবে সোম অথবা মঙ্গলবার থেকে আবার বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।