ঢাকায় রাতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া, আজও হওয়ার কথা জানাল আবহাওয়া অফিস
রাজধানীতে আজ রোববার সকাল থেকে ঝলমলে রোদ উঠলেও গত রাতে কিন্তু শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। এর গতি ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নগরবাসীর যাঁদের সকালে ওঠার অভ্যাস এবং যাঁরা সকালে উঠেই বাসার বাইরে গেছেন, তাঁরা নিশ্চয়ই রাতের এই ঝোড়ো হাওয়ার নজির পেয়েছেন রাস্তায় পড়ে থাকা গাছের পাতা ও ভেঙে পড়া ডাল দেখে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এখন প্রাক্–মৌসুমি বায়ুর প্রভাব চলছে। এতেই বৃষ্টি–হাওয়ার দাপট। আর রাজধানীতে আজও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ সকাল পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঘণ্টায় ৯২ কিলোমিটার গতিতে।
আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাতের যে শ্রেণিবিভাগ করে, সেই অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা বৃষ্টি বলে। বৃষ্টি যদি ১১ থেকে ২২ মিলিমিটার হয়ে, তবে তা মাঝারি ধরনের বৃষ্টি। আর যদি ২৩ থেকে ৪৩ মিলিমিটার হয়, তবে সেই বৃষ্টিকে বলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত।
এখন প্রাক্–মৌসুমি বায়ু বয়ে যাচ্ছে। এ সময় এমন হঠাৎ বৃষ্টি খুব স্বাভাবিক। এ বৃষ্টি ঘটে পশ্চিমা লঘুচাপের কারণে। স্থানীয়ভাবে অনেক সময় প্রচুর আর্দ্রতা সৃষ্টি হয়ে তা বৃষ্টি ঘটায়। আর এ বৃষ্টি হয় সাধারণত বিকেল বা রাতের দিকে। যেমন গতকাল। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, গত রাতে মেঘ সৃষ্টি হয়েছে রাত ১১টার দিকে সিরাজগঞ্জের দিকে।
সেখানে তাপের সঙ্গে যমুনা নদী থেকে বয়ে আসা আর্দ্রতা মিলে মেঘের সৃষ্টি আর তাতেই বৃষ্টি। এই আবহাওয়াবিদ এবং আরেক আবহাওয়াবিদ খন্দকার মনোয়ার হোসেন আজ প্রথম আলোকে বলেন, আজ আবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। সেটি হতে পারে বিকেলে বা সন্ধ্যার দিকে।