অপরূপ রক্তদহ বিল 

রক্তদহ বিলে নৌকায় হালকা ঢেউয়ে দোল খেতে খেতে ভেসে বেড়ান পর্যটকেরা
ছবি: প্রথম আলো

যত দূর চোখ যায়, শুধু টলটলে স্বচ্ছ পানির প্রাচুর্য। ভেসে থাকা কচুরিপানার দল, জলজ গুল্মলতা আর জলরাশির দিগন্তরেখায় গ্রামগুলোকে মনে হয় যেন কোনো শিল্পীর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা সবুজ রঙের খেলা। অপরূপ এই দৃশ্য নওগাঁর রানীনগর উপজেলার রক্তদহ বিলের। বগুড়ার আদমদীঘি উপজেলায়ও পড়েছে বিলটির অংশবিশেষ।

নৌকায় হালকা ঢেউয়ে দোল খেতে খেতে ভেসে বেড়ান পর্যটকেরা
ছবি: প্রথম আলো

বর্তমানে বছরে চার থেকে পাঁচ মাস পানি থাকে বিলটিতে। বর্ষা ও শরৎ ঋতুতে প্রায় ৯০০ একর আয়তনের এই বিল পানিতে থই থই করে। এ সময় রক্তদহ বিলের মূল আকর্ষণ নৌকাভ্রমণ। নৌকায় হালকা ঢেউয়ে দোল খেতে খেতে ভেসে বেড়ান পর্যটকেরা। শীত ও গ্রীষ্মে কিছু অংশ ছাড়া এই বিল শুকিয়ে যায়। তখন শুকনা অংশে ইরি-বোরোর আবাদ হয়ে থাকে। রূপবদলের এই বৈচিত্র্যে শরতের রক্তদহ বিল সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে। স্থির জলরাশির দিকে তাকালে কখনো নীল আকাশ, গোধূলিলগ্নে ডুবন্ত রক্তিম সূর্য, আবার কখনো সাদা মেঘের ভেলার দেখা মেলে। এ যেন প্রকৃতির এক অপরূপ সাজ। তাই রক্তদহ বিলে নিরাপদে নৌকাভ্রমণের জন্য শরৎই শ্রেষ্ঠ সময়। নওগাঁর রানীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার যেকোনো অংশ থেকে নৌকা নিয়ে ভেসে যাওয়া যায় বিলের গভীরে।

লোকমুখে এই বিলের নাম হয়ে গিয়েছিল ‘রক্তদহ বিল’!
ছবি: প্রথম আলো

গল্পটা ব্রিটিশ আমলের। কোনো এক ব্রিটিশ সাহেব ও স্থানীয় জমিদারের অত্যাচারে কৃষকেরা ফুঁসে উঠেছিলেন। দানা বেঁধে উঠেছিল কৃষক বিদ্রোহের। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ফকির মজনু শাহ। এই খবর গেল জমিদারের কানে। জমিদার ব্রিটিশ সাহেবকে সঙ্গে নিয়ে বিদ্রোহ দমনে নওগাঁর রানীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার বিল ভোমরা এলাকার কড়ইল জঙ্গলে অভিযান চালান। ব্রিটিশ শাসক ও জমিদারের বাহিনী ধরে ফেলে বিদ্রোহীদের। তারপর এই বিলের ধারে নিয়ে একে একে হত্যা করা হয় তাঁদের। বিদ্রোহী মানুষদের তাজা রক্তে লাল হয়ে গিয়েছিল বিলের পানি। বিলের সেই রক্তরাঙা পানির কারণে লোকমুখে এই বিলের নাম হয়ে গিয়েছিল ‘রক্তদহ বিল’!

গোধূলির সময় এই বিলের সৌন্দর্য বেড়ে যায়
ছবি: প্রথম আলো

কাছাকাছি তথ্য রয়েছে বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ ও রানীনগর উপজেলা সরকারি ওয়েবসাইটের তথ্য বাতায়নে। এখানকার সূত্র বলছে, বাংলায় ইংরেজ শাসক ও জমিদারদের প্রজাশোষণ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, ঠিক সে সময় ১৭ শতাব্দীর শেষের দিকে নওগাঁর রানীনগর ও বগুড়ার আদমদীঘি এলাকায় ফকির মজনু শাহের আগমন ঘটে। তাঁর সঙ্গে যোগ দেন সন্নাসীরাও। সে সময় আদমদীঘির অধিকাংশ এলাকা ছিল গহিন অরণ্যাবৃত। ফকির–সন্ন্যাসীরা এসব জঙ্গল থেকে বের হয়ে এসে ইংরেজ শাসক ও তাঁদের এদেশীয় দোসর জমিদারদের ওপর হামলা চালাতে শুরু করেন। জমিদার ও ইংরেজ সরকার তাঁদের দমন করার জন্য সেনানায়ক লেফটেন্যান্ট আইনস্টাইনের নেতৃত্বে একটি বড় বাহিনী পাঠায়। এ সংবাদ পাওয়ার পর ফকির বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টার মধ্যে আদমদীঘির কড়ই জঙ্গল এলাকায় সমবেত হন। এদিকে ইংরেজ সেনারা আত্রাই নদ হয়ে নৌকাযোগে বিল ভোমরা দিয়ে গোপনে কড়ই জঙ্গল ঘেরাও করার পরিকল্পনা নিয়ে এগোতে থাকেন। এ খবর পেয়ে মজনু বাহিনী এগিয়ে এসে বিল ভোমরায় তাদের বাধা দিলে উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ বাধে। এই যুদ্ধে উভয় পক্ষের প্রচুর লোক হতাহত হওয়ায় বিলের পানির রং হয়ে ওঠে রক্তলাল। সেই থেকে বিল ভোমরা ঐতিহাসিক রক্তদহ বিল নাম ধারণ করে আছে। ওই যুদ্ধে মজনু শাহের একজন শীর্ষ সহযোগী শহীদ হন। তার মরদেহ ওই বিলে একটু উঁচু স্থানে দাফন করা হয়। ওই স্থান এখন ‘রক্তদহ দরগা’ নামে পরিচিত। সেখানে আছে প্রাচীন এক বটগাছ।

গোধূলির সময় এই বিলের সৌন্দর্য বেড়ে যায়
ছবি: প্রথম আলো

ইতিহাসবিদ কাজী মোহাম্মদ মিছের রচিত বগুড়ার ইতিকাহিনী গ্রন্থেও বিলটির ইতিহাস বর্ণিত হয়েছে। 

১৩টি খাল ও অন্যান্য জলপথ রক্তদহ বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মূল বিলটি ১০৫ হেক্টর হলেও বর্ষা ও শরতে এর ব্যাপ্তি প্রায় ৫০ কিলোমিটার হয়। শুষ্ক মৌসুমে প্রায় ১০০ একর এলাকায় সারা বছর পানি থাকে। একসময় রক্তদহ বিলের পরিচিতি ছিল দেশি মাছের অভয়াশ্রম হিসেবে। এ বিলের বোয়াল, আইড়, গজার, পাবদা, ট্যাংরাসহ দেশি প্রজাতির নানান মাছের সুখ্যাতি আজও মানুষের মুখে মুখে। বিলের যেখানেই পানি, সেখানেই চোখে পড়বে মাছ ধরার ধুম। সোতিজাল, দোয়ার, চাঁই, বড়শিসহ বিভিন্ন মাছ ধরার যন্ত্র নিয়ে মেতে আছেন বিভিন্ন বয়সের মানুষ।

রক্তদহ বিলে সারা দিন ঘুরে বিকেল নেমে এল। বিলের পানিতে তখন গোধূলির রং। তখনো বিহার করছেন একদল পর্যটক। সন্ধ্যা তখন রাতের পথযাত্রী।