যেসব এলাকায় বৃষ্টি হতে পারে আজ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আজ।ফাইল ছবি: প্রথম আলো

বৃষ্টির ধারায় ফিরেছে দেশ। এতে কমতে শুরু করেছে তাপপ্রবাহ। রাজধানী ঢাকার তাপমাত্রা গতকাল সোমবার ২৪ ঘণ্টার ব্যবধানে ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এ সময় দেশের অন্যত্রও তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আর তাতে তাপমাত্রা আরও কমতে পারে।

গতকাল দেশের মাত্র তিনটি স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এলাকাগুলো হলো গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা। এর মধ্যে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের ২৪ ঘণ্টায় ১৮টি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলেছে, আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৪টি স্টেশন থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। গতকাল ২৮টি স্টেশনেই কমবেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় ফেনীতে, ১৩৮ মিলিমিটার। আগের ২৪ ঘণ্টায় ১৮টি স্টেশনে বৃষ্টি হয়েছিল।

গত রোববার রাতে রাজধানীতে কালবৈশাখী বয়ে যায়। এ সময় বৃষ্টির পরিমাণ ছিল ৩৬ মিলিমিটার। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গত এপ্রিল মাসজুড়ে দেশে একটানা তাপপ্রবাহ বয়ে যায়। এ অবস্থা ৭৬ বছরেও হয়নি বলে জানান আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলেছে, আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামীকাল (মঙ্গলবার) দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে তাপমাত্রাও কমে যেতে পারে। যেসব এলাকায় এখনো মৃদু তাপপ্রবাহ চলছে তা আর না-ও থাকতে পারে।

গত এপ্রিল মাসজুড়ে দেশে একটানা তাপপ্রবাহ বয়ে যায়। এ অবস্থা ৭৬ বছরেও হয়নি বলে জানান আবহাওয়াবিদেরা।