রাজধানীসহ বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়ল

আবহাওয়া অধিদপ্তরছবি: সংগৃহীত

আজ শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর গতকাল বৃহস্পতিবারই জানিয়েছিল, এখন আর তাপমাত্রা কমার লক্ষণ নেই। সেই পূর্বাভাস অনুযায়ী, আজ তাপমাত্রা বেড়েছে। বিস্তৃত হয়েছে তাপপ্রবাহও। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপপ্রবাহের এলাকা বরিশাল থেকে এখন দেশের উত্তর–পশ্চিমাংশ এবং পশ্চিমাঞ্চলে বিস্তৃত হতে পারে। আর এখন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।

আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে রাজধানীতে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, রাজধানীর বাইরেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ তাপপ্রবাহের পরিধিও বিস্তৃত হতে পারে। তাপপ্রবাহের এলাকা বরিশাল অঞ্চল থেকে এখন উত্তর–পশ্চিমের রাজশাহী এবং পশ্চিমাঞ্চলীয় এলাকা খুলনার দিকে ধাবিত হতে পারে।

আগামীকাল শনিবার এবং পরের দুই দিন তাপমাত্রা সামান্য হলেও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এখন তাপমাত্রা আর কমবে না। ১৬ তারিখে তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দেশের সবচেয়ে উষ্ণ মাস হলো এপ্রিল। এ মাসে গড় তাপমাত্রা থাকে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে ইতিমধ্যে দুবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। এর মধ্যে একবার চুয়াডাঙ্গায় এবং একবার রাঙামাটিতে।

এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখীর পূর্বাভাসও দিয়ে রেখেছে আবহাওয়া অফিস।