সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর

কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম পড়েছে। তবে  এমন তাপের মধ্যেও আবহাওয়া অধিদপ্তর সুখবর দিয়েছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পরে আবার তা কমবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার পর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বেড়ে যাচ্ছে। তবে সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আজ থেকেই বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে। আজ সকালে দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৩টি স্টেশনে বৃষ্টি হয়েছে। এর আগের দিন ৪৪টির মধ্যে ১০টি স্টেশনে বৃষ্টি হয়েছিল।

ওমর ফারুক বলেন, দেশের মধ্যাঞ্চল অর্থাৎ ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। অন্তত দুই দিন এমন বৃষ্টি হতে পারে। পরে তা কমে যাবে।

আজ সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, আজ খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় টাঙ্গাইলে, ৫৬ মিলিমিটার। রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়।