ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দুষণ থেকে বাঁচতে কয়েক পরামর্শ
বায়ুদূষণে আজ মঙ্গলবার সকালে বিশ্বের ১২০টি শহরের মধ্যে সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৫১। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
বৃষ্টির জন্য শুধু গতকাল সোমবার বাতাসের মান খানিকটা ভালো ছিল। এরপর আজ আবার দূষণ পরিস্থিতি নাজুক হয়ে গেছে।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আজ সকাল ৯টার দিকে বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল যথাক্রমে ইরাকের রাজধানী বাগদাদ ও কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা । দুই শহরের স্কোর ২১২ ও ১৭৬।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।
দূষণ থেকে সুরক্ষায় পরামর্শ
ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু সেবন যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকার যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস, আইসিডিডিআরবি এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল। এসব স্থানে দূষণের স্কোর যথাক্রমে ১৯৫, ১৬৩ ও ১৬০।
ঢাকায় আজ বায়ুদূষণের যে অবস্থা, সেখান থেকে সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ করে রাখা।