রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

রাজধানীতে আজ রোববার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি ঝরছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে শ্রাবণ শেষের এই সময়ে দেশের কিছু স্থানে বন্যা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের আট বিভাগের মধ্যে ছয়টির অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। সকাল থেকে বৃষ্টিতে ভিজে কর্মস্থলের দিকে যেতে হয়েছে নগরবাসীকে। নগরীর কিছু কিছু সড়কে পানি জমেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৃষ্টির পর কিছু কিছু জায়গায় এর রেশ কমে আসে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজ প্রথম আলোকে বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এর পরিমাণ ছিল ৪১ মিলিমিটার।

আজ দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ৪৪টি স্টেশনের বৃষ্টির পরিস্থিতি তুলে ধরে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলছিলেন, আজ রাঙামাটি, রাজশাহী ও শ্রীমঙ্গল বাদ দিয়ে বাকি স্টেশনগুলোয় বৃষ্টি হয়েছে।
আজ সকাল ৯টা আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।

সেখানে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। টানা এই বর্ষণের কারণে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস।

মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই দেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলেছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।