দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফেনজল’, বাংলাদেশে কতটুকু প্রভাব পড়বে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যার মধ্যে ভারতের তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ফেনজল’।
বর্ষা–পরবর্তী মৌসুমে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হলো এই ‘ফেনজল’। নামটি সৌদি আরবের দেওয়া। গত অক্টোবরে ‘দানা’ নামের আরেকটি ঘূর্ণিঝড় ভারতের ওডিশা উপকূলে আঘাত হানে।
আজ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘ফেনজল’ উত্তর–পশ্চিম দিকে এগিয়ে আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫১৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম, উত্তর–পশ্চিম দিকে এগিয়ে আজ দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ সকালে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় ফেনজল ভারতের তামিলনাড়ুর পদুচেরি উপকূল অতিক্রম করতে পারে আজ সন্ধ্যায়। এর প্রভাব বাংলাদেশের উপকূলে তেমন পড়বে না। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূলে এর প্রভাবে সামান্য বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া স্বাভাবিক থাকবে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকার সাগর খুবই উত্তাল রয়েছে।
এ ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।