তাপপ্রবাহ কিছুটা কমল, বাড়তে পারে বৃষ্টি

গরম থেকে রেহাই পেতে হাতপাখার বাতাস দিচ্ছেন এক অভিভাবক। ছবিটি রাজশাহী রেলস্টেশন থেকে তোলা। রাজশাহীতে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছেছবি: শহীদুল ইসলাম, রাজশাহী।

গত শনিবার শুরু হওয়া তাপপ্রবাহ আজ বুধবার কিছুটা কমেছে। আজ দেশের ২১ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা গতকাল মঙ্গলবারের চেয়ে কমেছে। সেই সঙ্গে কমেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে বৃষ্টি। আজ রাতে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

গতকাল দেশের ৩৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। আজ সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ২১ জেলায়। এর মধ্যে সিরাজগঞ্জ বাদ দিয়ে রাজশাহী ও রংপুর বিভাগের সর্বত্র এবং টাঙ্গাইল, ময়মনসিংহ, ফেনী, বাগেরহাট, যশোর ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানান ওমর ফারুক।

রাজশাহী ও রংপুর বিভাগে মোট জেলার সংখ্যা ১৬টি। এর মধ্যে একটি বাদ দিয়ে ১৫টি এবং বাকি ছয় মিলিয়ে ২১ জেলায় আজ তাপপ্রবাহ বইছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সর্বোচ্চ তাপমাত্রার মতো আজ রাজধানীর তাপমাত্রাও কমেছে। আজ রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেছে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে, তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে, তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২–এর বেশি হলে, তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

গতকাল ও এর আগের দিন দেশের কিছু কিছু এলাকায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। আজ তাপমাত্রা এতটা বাড়েনি কোথাও।

এর মধ্যে বৃষ্টিও শুরু হয়েছে কিছু এলাকায়। গতকাল রাজধানীতে রাত ৯টার পর বৃষ্টি শুরু হয়। এ ছাড়া নোয়াখালী, নরসিংদী, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকায় বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের জরুরি বার্তায় বলা হয়েছে, আজ বেলা সাড়ে ৩টা থেকে রাত ৯টার মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বরিশাল, খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আগামীকাল বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, আজ রাতে রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। আর তাতে তাপমাত্রা আরও কমে আসতে পারে।