লঘুচাপ, নিম্নচাপ, তাপপ্রবাহ, বন্যা—চলতি মাসে সবই হতে পারে
দেশে গড়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। সদ্য শেষ হওয়া সেই মাসেই স্বাভাবিকের চেয়ে প্রায় ৫১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এ মাসে গড় তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। আর চলতি আগস্ট মাসে লঘুচাপ, নিম্নচাপ, তাপপ্রবাহ, বন্যা—সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া চলতি ‘আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে’ এসব তথ্য জানানো হয়েছে। সেখানে জুলাই মাসের বৃষ্টি ও তাপমাত্রার পাশাপাশি চলতি আগস্ট মাসের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি তুলে ধরা হয়েছে। আজ মঙ্গলবার এই পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস।
চলতি আগস্ট মাসের পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ সময় এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। তা মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া চলতি মাসেও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ ছাড়া ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল এবং দক্ষিণ–পূর্বের পার্বত্য এলাকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সিলেট বাদ দিয়ে দেশের বাকি সাত বিভাগে জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে প্রায় ৬৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এরপর আছে বরিশাল বিভাগ। সেখানে স্বাভাবিকের চেয়ে ৫৮ শতাংশ কম বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেটে প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে। সেখানে অবশ্য স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে এটাকে স্বাভাবিক হিসেবেই তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ঢাকা বিভাগে ৪৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে।
বাংলাদেশে জুলাই মাসে গড়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এর পরিমাণ ৫২৩ মিলিমিটার।
এবার স্বাভাবিকের চেয়ে প্রায় ৫১ শতাংশ কম বৃষ্টি হলেও এ বৃষ্টির পরিমাণ গত বছরের জুলাই মাসের চেয়ে বেশি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ প্রথম আলোকে বলেন, গত বছর জুলাই মাসে ৫৮ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। এটি ছিল একটি রেকর্ড। সেই তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি।
স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি ছিল জুলাই মাসে। আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ২ দশমিক ৪ এবং ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর দেশের গড় তাপমাত্রা বেশি ছিল ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে ১০, ১৮ থেকে ১৯, ২২ থেকে ২৫ এবং ৩০ থেকে ৩১ জুলাই বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে গেছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, গত বছরের জুলাই মাসের সঙ্গে তুলনা করলে এবারের তাপমাত্রা খুব অস্বাভাবিক নয়।