দেশের বিভিন্ন জায়গায় হতে পারে বৃষ্টি

গরমের পর বৃষ্টিতে স্বস্তি। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন

রাজধানীতে আজ শনিবার দুপুরে একপশলা বৃষ্টি হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এমন বার্তা দিয়েছে।

পূর্বাভাসে অধিদপ্তর বলছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, ‘নদীবন্দর–সংশ্লিষ্ট ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।’

কাল রোববার সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অধিদপ্তরের তথ্য বলছে, আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে অধিদপ্তর বলছে, বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আর সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায়, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা বগুড়ায়, ২১ ডিগ্রি। সকাল ছয়টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায়, ১৮ মিলিমিটার।