দেশের বেশির ভাগ এলাকায় শীত বেড়েছে
শীত ঋতুর প্রথম মাস পৌষের শেষে এসে শীতের প্রকোপ খানিকটা কমে এসেছিল। এরপর গত রোববার রাত থেকে কমতে শুরু করেছে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা যেমন কমেছে, তেমনি ঢাকার সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে। বেড়েছে শৈত্যপ্রবাহের এলাকা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকবে। এরপর আবার বাড়তে পারে।
আজ মঙ্গলবার সকাল নয়টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
রংপুর, রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে, ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের ২৪ ঘণ্টার তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, আবহাওয়া অধিদপ্তরের ৬০–এর বেশি স্টেশনের উপাত্ত অনুযায়ী, দেশের প্রায় প্রতিটি স্টেশনে তাপমাত্রা কমেছে। দেশের ৮০ ভাগ এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এ ধারা অব্যাহত থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এর পর থেকে আবার কিছুটা কমবে। শনিবার পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। এর পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।
দেশের অন্য এলাকাগুলোর মতো ঢাকাতেও তাপমাত্রা কমছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগের ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। ওমর ফারুক বলেন, এসব এলাকায় সামান্য বৃষ্টিও হতে পারে।