আবার কুয়াশায় ঢাকা, শৈত্যপ্রবাহ কমল
দুদিন রোদের মুখ দেখার পর আজ শুক্রবার ঢাকা আবারও ঘন কুয়াশায় ঢেকেছে, যা দেশের দুই-তৃতীয়াংশ এলাকায় বিস্তৃত। গতকাল ১৬ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তা কমে ৭ জেলায় বইছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কুয়াশা বেশি। ডিসেম্বর থেকে পশ্চিমা লঘুচাপের অনুপস্থিতি, বাতাসের কম গতি ও উচ্চ বায়ুদূষণ (পিএম ২.৫) কুয়াশার কারণ, বলছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।