আষাঢ়ের প্রথম দিন কি বৃষ্টি হবে

আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের প্রথম দিন আজ। সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘ। হাওয়াও বইছে, কিন্তু বৃষ্টি নেই। তবে এ বাতাসে ‘বৃষ্টির সুবাস’ হয়তো কিছুটা আছে। কারণ, মৌসুমি বায়ু ছড়িয়েছে দেশের নানা প্রান্তে।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলে বৃষ্টি হচ্ছে। দিনভর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়া অফিস বলছে, আজ রাজধানীতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।

জুনের শুরুটা প্রচণ্ড গরম ছিল দেশজুড়ে। দেশের বিভিন্ন স্থানে বয়ে যায় তীব্র তাপপ্রবাহ। প্রথম সপ্তাহ শেষে তাপ কমতে থাকে। ৮ জুন দেশে মৌসুমি বায়ু ঢুকে পড়ে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিও হয়। এরপর আবার শুরু হয় তাপের প্রভাব। গতকাল বুধবার যশোর ও খুলনায় তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের নানা প্রান্তে বয়ে যায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে—৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতেও গতকাল বয় মৃদু তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এ তাপমাত্রা ছিল সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বইলেও সিলেটে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আজ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে গতকাল সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে।

আজ রাজধানীর এই যে মেঘলা আকাশ তা দিনভর থাকার সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি আজ প্রথম আলোকে বলেন, আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। হয়তো সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে।