বাইপাইলে মৃদু কম্পন, উৎপত্তিস্থল সেখানেই

ভূমিকম্প

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল বাইপাইল। এর আগে গতকাল শুক্রবার রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক আহত হয়েছিলেন। গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।