এমন গরম কাল পর্যন্ত, কমতে পারে কবে

রোদ থেকে বাঁচতে অভিভাবকের ওড়না মাথায় দিয়ে হাঁটছে শিশুটি। নন্দনকানন এলাকা, চট্টগ্রাম, ১৫ মেছবি: সৌরভ দাশ

সারা দেশে বৃষ্টি কমেছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ পরিস্থিতি কাল শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে এবং পরশু শনিবার গিয়ে কিছুটা প্রশমিত হতে পারে।

আজ বৃহস্পতিবার ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর বলেছে, দেশের আট বিভাগের ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

কালও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কাল সিলেটে বিভাগের দু–এক জায়গায় বৃষ্টির সম্ভাবনার রয়েছে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কিন্তু দেশের অন্যত্র ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছিল দিনাজপুরে এবং সর্বনিম্ন ২৩ দশমিক ১ ডিগ্রি ছিল তেঁতুলিয়ায়।

গতকাল সন্ধ্যা ছয়টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেয় আবহাওয়া অধিদপ্তর।