আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আজ প্রথম আলোকে বলেন, ঢাকার পাশাপাশি আজ দক্ষিণ ও উত্তর–পূর্বের সিলেটে বৃষ্টি হয়েছে। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিলেটের মেঘ কমে এসেছে। এই মেঘ জড়ো হয়েছে দক্ষিণাঞ্চলের দিকে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর আশঙ্কা আছে। ২২ মার্চ পর্যন্ত এই প্রবণতা থাকবে।

তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন প্রাক্‌ মৌসুমি বায়ুপ্রবাহের সময়। এ সময় মেঘ ও বৃষ্টি হবে, তা স্বাভাবিক। আর কালবৈশাখীর মেঘ সাধারণত গঠন হয় দুপুরের পর থেকে। এরপর ঝড় ওঠে।

আজ সকাল ১০টার পর আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস দেয়। সেখানে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।