ঢাকায় শীত আরও বাড়ল

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে শীতের সকাল। আজ সকাল ৯টায় তোলা

রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে গতকাল শুক্রবারের মতোই কুয়াশায় ঢাকা। গতকাল দুপুরের দিকে রোদের মুখ দেখা গিয়েছিল কিছু সময়। তারপর আবার মিলিয়ে যায়। আজ অবশ্য রাজধানীর তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে, বেড়েছে শীতের প্রকোপ। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীর তাপমাত্রা আগামী দু-এক দিন এমনই থাকতে পারে। বৃষ্টি না হলে কুয়াশা কাটার সম্ভাবনা কম। আর আজ রাজধানীতে রোদের মুখ দেখা যাবে। গতকালের চেয়ে আজ রোদ বেশিক্ষণ স্থায়ী হতে পারে।