গরম জানান দিল গ্রীষ্মের প্রথম দিন আজ

আবহাওয়া দপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা গতকাল বৃহস্পতিবারের চেয়ে আজ বেড়েছে।

গরম কাটাতে ডাব খেয়ে প্রশান্তি পাওয়ার চেষ্টা দুই শিশুর। বাংলা একাডেমি, ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৩ছবি: দীপু মালাকার

কয়েক দিন ধরেই গরমের মাত্রাটা যেন এক দিনের চেয়ে আরেক দিন বেশি অনুভূত হচ্ছে। বাড়ছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তর বলছে, গতকাল বৃহস্পতিবারের চেয়ে আজ দিন ও রাতে তাপমাত্রা বেড়েছে। তার মানে আরও বেশি গরমের মুখে পড়তে হয়েছে দেশবাসীকে।

চৈত্রের বিদায় হয়েছে, আজ বৈশাখের প্রথম দিন। এর মধ্য দিয়ে বসন্ত পেরিয়ে গ্রীষ্মকালের আগমনও ঘটেছে। বছরের সবচেয়ে উষ্ণতম ঋতুর আজ প্রথম দিনে রোদের যে তীব্রতা, তাতে মানুষসহ প্রাণিকুলের জীবন গরমে অতিষ্ঠ হয়ে উঠলেও গ্রীষ্মকালের সার্থকতা যেন বজায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, গতকাল রংপুর বিভাগ পুরোটা এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশ ছাড়া সারা দেশেই তাপপ্রবাহ বয়ে গেছে। মানে বৈশাখের প্রথম দিনে গতকালের চেয়েও দেশের মানুষ বেশি গরম পার করছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ আজ প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা গতকালের চেয়ে আজ বেড়েছে।

এখন গরমের যে তীব্রতা, তা আবহাওয়া অধিদপ্তরও মাসের শুরুতে ধারণা করতে পারেনি। গত ২ এপ্রিল চলতি মাসের আবহাওয়া কেমন যেতে পারে, তার পূর্বাভাস প্রকাশ করেছিল আবহাওয়া অফিস। এতে বলা হয়েছিল, এ মাসে দুই থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, মানে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। কিন্তু সেই পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে ইতিমধ্যে গতকাল সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল চুয়াডাঙ্গায়।

কেবল তা–ই নয়, এখন ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ (৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, মৌলভীবাজার জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।