ঘূর্ণিঝড় মানদৌস এখন লঘুচাপ, দেশে রাতে শীত বাড়বে

ঘূর্ণিঝড় মানদৌসের প্রভাবে প্লাবিত হয়েছে ভারতের চেন্নাইয়ে মেরিনা সৈকত। ১০ ডিসেম্বর, চেন্নাই, ভারত
ছবি: এএফপি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মানদৌস ভারতের তামিলনাড়ুতে আঘাত করে স্থল লঘুচাপে পরিণত হয়েছে। সোমবারের মধ্যে এর কোনো প্রভাব থাকবে না। ফলে দেশের উত্তরাঞ্চল দিয়ে আসা শীতের বাতাসের দাপট বাড়তে থাকবে। এতে দেশের বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়ে বলেছে, সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে কোনো লঘু বা নিম্নচাপ না থাকলে দেশে শীতের তীব্রতা বাড়তে থাকে। বঙ্গোপসাগরে এখন কোনো লঘু বা নিম্নচাপ নেই। ফলে মাসের বাকি সময়জুড়ে শীত ক্রমাগত বাড়তে পারে। মাসের শেষের দিকে দেশের বিভিন্ন এলাকায় এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকায় শীতের তীব্রতা বাড়বে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আজ রোববার প্রথম আলোকে বলেন, দেশে আগামী কয়েক দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের বেলায় তাপমাত্রা কমতে থাকবে। দেশের বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় ঘূর্ণিঝড় মানদৌস তামিলনাড়ু উপকূলে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতি নিয়ে আঘাত করে। এতে দেশটির দক্ষিণ উপকূলে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি হয়। এদিন সর্বোচ্চ ২৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যেও ১০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝড়ে এ পর্যন্ত প্রায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো।

আজ রোববার রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দেশের উত্তর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।