‘এই ঝাঁকুনি এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ’
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আবহাওয়া অধিদপ্তর রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭ বলছে, যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী মাত্রা ৫.৫। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতারের মতে, এই ভূমিকম্পে অনুভূত হওয়া তীব্র ঝাঁকুনি বাংলাদেশে তাঁর অভিজ্ঞতায় এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।