তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, বাকিগুলোতে কমে আসার সম্ভাবনা
দেশের তিন বিভাগে আজও ভারী বৃষ্টি হতে পারে। তবে ঢাকাসহ বাকি পাঁচ বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে। তবে সব বিভাগেই আজ ও আগামীকাল শুক্রবার বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী শনিবার থেকে বৃষ্টি কমে আসার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
এখন মৌসুমি বায়ু সক্রিয়। শুধু বাংলাদেশ নয়, ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে এর বিস্তৃতি রয়েছে। আর এর প্রভাবে জুন মাসের শেষ থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। এ বৃষ্টি এখনো চলছে। এরই মধ্যে দেশের প্রায় সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে গত কয়েক দিন হলো।
তবে বৃষ্টির পরিমাণটা কমে আসছে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ফেনীতে—১০১ মিলিমিটার। আগের দিন দেশের সর্বোচ্চ বৃষ্টি ছিল দিনাজপুরে—১২৭ মিলিমিটার। রাজধানীতে গতকাল বৃষ্টি হয়েছিল ১৫ মিলিমিটার। আগের দিন এ শহরে বৃষ্টির পরিমাণ ছিল ২৯ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, আজও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বাকি বিভাগগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সকাল নয়টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আকাশ মেঘলা ছিল।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, রাজধানীতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তর তাদের বার্তায় এখন ৬৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, গতকাল এই ৬৪টি স্টেশনের মধ্যে নরসিংদী বাদ দিয়ে ৬৩টিতেই বৃষ্টি হয়েছে।