তিন বিভাগে ৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, আজ রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকার ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
গতকাল শনিবার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তর তাদের নিয়মিত পূর্বাভাসে জানিয়েছে, ১০ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এ সময়ে তাপমাত্রা সামান্য বাড়তে বা কমতে অথবা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আট বিভাগেই এই পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে, আগামীকাল সোমবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে, মঙ্গলবার চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।