সাগরে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপে পরিণত হতে পারে আজই

আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, আজই এই সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি আছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগরে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। আর আজই এটি নিম্নচাপে পরিণত হতে পারে।’

প্রচন্ড গরমে বিপর্যস্ত নাগরিক জীবন। খেটে খাওয়া মানুষের কষ্টটা আরও বেশি। একটু স্বস্তি পেতে মাথায় পানি ঢালতে দেখা গেলে একজন রিকশাচালককে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ মে
ছবি: সাজিদ হোসেন

২ মে আবহাওয়া অধিদপ্তর চলতি মে মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেয়। সেখানে বলা হয়, এ মাসে একাধিক লঘুচাপ এবং সেখান থেকে নিম্নচাপ হতে পারে। আর সেই সঙ্গে একটি ঘূর্ণিঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান ২ মে প্রথম আলোকে বলেছিলেন, ‘৮ থেকে ৯ মের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ১২ অথবা ১৩ তারিখে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে।’

এদিকে গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন