বৃষ্টি কমে এসেছে, নামবে শীত
ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবের বৃষ্টি কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি কমার পর তাপমাত্রা কমতে থাকবে। নামবে শীত।
আজ শুক্রবার সকালে রাজধানীতে ঝিরঝিরে বৃষ্টি হতে দেখা গেছে। আকাশ মেঘে ছেয়ে আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই মেঘ দু-এক দিনের মধ্যে কেটে যাবে। মেঘ সরে যাওয়ার পর বেড়ে যাবে শীত।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
এ ছাড়া আজ মধ্যরাত থেকে আগামীকাল শনিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাসহ উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, সূর্যের আলো না থাকায় সারা দেশের তাপমাত্রা ইতিমধ্যে কমে গেছে। দু-এক দিন পরই শীতের আমেজ জেঁকে বসতে পারে।
গত ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। সেটি ক্রমেই ঘনীভূত হয়ে ২ ডিসেম্বর নিম্নচাপে পরিণত হয়। পরের দিন গভীর নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ধেয়ে আসে। রূপ নেয় মিগজাউম নামের ঘূর্ণিঝড়ে। এখন ঘূর্ণিঝড়টির বিদায়ের মাধ্যমে প্রকৃতিতে শীতের আগমন ঘটছে।