ঢাকায় এক দিনে তাপমাত্রা বাড়ল প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস

কুয়াশাজড়ানো সাতসকালে বিদ্যালয়ে যাচ্ছে এক দল শিক্ষার্থী। ছবিটি দিনাজপুর সদরের গোর এ শহীদ মাঠ থেকে তোলা। ২৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম

শীত ঋতুর দ্বিতীয় মাস মাঘের ৯ দিন পার হয়ে গেছে। মাসের শুরুতে শীতের প্রকোপ থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। রাজধানীতেও এক দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্তে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যায়। ধীরে ধীরে শৈত্যপ্রবাহের এলাকার সংখ্যা কমেছে। গতকাল নওগাঁ, মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টায় পঞ্চগড়, নিলফামারী , কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। কাল থেকে শৈত্যপ্রবাহের এলাকা আরও কমে আসবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।

দেশের তিন জেলাকে বলা হয় ‘শীতের হটস্পট’। সেগুলো হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল, পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা। এর মধ্যে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায়, ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৩টি স্টেশনের আবহাওয়ার তথ্য-উপাত্ত প্রকাশ করে। গত ২৪ ঘণ্টায় একটি বাদ দিয়ে সব কটি স্টেশনেই তাপমাত্রা বেড়েছে বলে আজ প্রথম আলোকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি প্রথম আলোকে বলেন, একটি স্টেশনে তাপমাত্রা অপরিবর্তিত। বাকি সব কটিতেই বেড়েছে।

দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও তাপমাত্রা বেড়েছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ তা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, দুই দিন পর থেকে তাপমাত্রা আরও বাড়তে থাকবে।