চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাজধানীতে সম্ভাবনা কম

ফাইল ছবি

জুলাই মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে বৃষ্টিবাদল কম হবে। শুধু তা-ই নয়, দেশের কিছু জায়গায় তাপপ্রবাহও বইতে পারে। বাস্তবে হয়েছেও তা-ই। পুরো মাসে সিলেট ও ময়মনসিংহ বিভাগ বাদ দিয়ে সব বিভাগেই কম বৃষ্টি হয়েছে। দেশের উত্তরের জনপদে তীব্র গরম পড়েছিল। রাজধানী ঢাকাও এর বাইরে ছিল না। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হবে। এই তালিকায় অবশ্য ঢাকা বিভাগ নেই।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ শনিবার প্রথম আলোকে বলেন, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এতে এসব এলাকায় তাপমাত্রা খানিকটা কমবে। আর দেশের বাকি চার বিভাগ, অর্থাৎ ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ু এখন মোটামুটি সক্রিয়। তাই বৃষ্টি কম।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় রংপুরে, ৯৬ মিলিমিটার। এ ছাড়া উত্তরের আরেক জেলা বগুড়ায় বৃষ্টি হয় ৪৭ মিলিমিটার। এরপর তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় নোয়াখালীর মাইজদীতে, ৪২ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল সাতটায় রাজধানী ও এর আশপাশের আগামী ছয় ঘণ্টার যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টিও হতে পারে। আজ রাতের তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না।

তবে মনোয়ার হোসেন বলেছেন, আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। কিছু বৃষ্টি হতে পারে কাল রোববার।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মোংলায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।