কয়েকটি এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর বলছে, কয়েকটি এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারেকোলাজ: প্রথম আলো

দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে।

উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, বিকেল চারটার মধ্যে দেশের ১০ জেলার কিছু কিছু স্থানে বজ্র ঝড়সহ বৃষ্টি হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর জেলার কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব স্থানে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে বজ্রপাতের আশঙ্কা আছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাওয়া যাবে না।‌