এমন শীত শীত অনুভূতি আর কদিন, জানাল আবহাওয়া অফিস

কুয়াশায় ঢাকা সকালে চারা নিয়ে জমিতে যাচ্ছেন এক কৃষক। ছবিটি রংপুর শহরতলির কাইমাগিলি এলাকা থেকে তোলা। ৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম

দেশের বেশির ভাগ এলাকায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের চেয়ে কমেছে। মাঘ শেষের এ সময়ে শীত শীত অনুভূতি প্রায় সর্বত্রই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের এমন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এভাবে বেড়ে যাওয়া ও কমার মধ্যে থাকবে। তবে আগামী সপ্তাহের শীত খানিকটা বেড়ে এর পর থেকে ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকবে।

আজ সকাল নয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা কমা-বাড়ার মধ্যে থাকবে। তবে ১৩-১৪ ফেব্রুয়ারি তাপমাত্রা কমে যেতে পারে। এরপর তাপমাত্রা বাড়তে থাকবে ধীরে ধীরে।

আবহাওয়া অধিদপ্তর দেশের ৪৩টি স্টেশনের মাধ্যমে পাওয়া আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। এতে দেখা যাচ্ছে, ১৯টি স্টেশনে তাপমাত্রা কমেছে। বেড়েছে সাত স্টেশনে। বাকিগুলোতে অপরিবর্তিত আছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছিতে—১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের চেয়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কুড়িগ্রামের রাজারহাট ও চুয়াডাঙ্গায়—১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।