ছুটির দিন আজ, তবুও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

বায়ুদূষণফাইল ছবি

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সকালে বায়ুদূষণে বিশ্বের ১২২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আজ সকাল সাড়ে ৯টার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান ১৮৭। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। গতকাল বৃহস্পতিবার এ সময় বায়ুর মান ছিল ২৬৭। আর ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নগরীর সড়কে যানবাহন চলাচল করছে অনেক কম। আবার অনেক কলকারখানাও বন্ধ। ঢাকায় দূষণের বড় উৎস হলো যানবাহন ও কলকারখানার বিষাক্ত ধোঁয়া। সেসব উৎসের উপস্থিতি কম থাকলেও থেমে নেই ঢাকার দূষণ।

রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে গোড়ান (৩২৩), সাভারের হেমায়েতপুর (২১৮) ও ঢাকার মার্কিন দূতাবাস (২০৫)।

আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মানও নাজুক। এর মধ্যে চট্টগ্রামে বায়ুর মান ১২৭, রাজশাহী ১৯৮ ও খুলনায় ১৪৩।

যদি কোনো এলাকায় দূষণের মান পরপর ৩ দিন ৩০০-এর বেশি হয়, তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। ঢাকায় এ মাসে একাধিক দিন বায়ুর মান ৩০০-এর বেশি হয়েছে।

সেই সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে আইকিউ এয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২ দশমিক ৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ২১ গুণ বেশি।

গত ডিসেম্বরে একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।