আবার তাপপ্রবাহ, বৃষ্টিও হতে পারে কিছু স্থানে

কোলাজ: প্রথম আলো

পবিত্র ঈদুল আজহার দিন গতকাল শনিবার রাজধানীসহ দেশের কিছু স্থানে বৃষ্টি হয়েছে। আবার গতকালই দেশের অন্তত ১৩ জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরই সঙ্গে কিছু স্থানে বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে আজ। এটি বাড়তে পারে আগামী বুধবার থেকে। 

গতকাল সকাল থেকে রাজধানীর আকাশ রোদে ঝলমলে ছিল। কিন্তু দুপুর ১২টার দিক থেকেই আকাশে মেঘ জমে। দুপুর ১২টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গতকাল বেলা তিনটা পর্যন্ত রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়। এটি গতকালের দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয় সিরাজগঞ্জের তাড়াশে—৩৪ মিলিমিটার। গতকাল বগুড়া, ময়মনসিংহ ও বরিশালের কিছু স্থানেও বৃষ্টি হয়। তবে এই বৃষ্টির মধ্যেও গতকাল খুলনা বিভাগের সর্বত্র এবং রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায়—৩৭ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রোববারের আবহাওয়া পরিস্থিতি শনিবারের চেয়ে খুব ভিন্ন হওয়ার সম্ভাবনা কম। রোববারও দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর পাশাপাশি ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এখন কম সক্রিয়। তাতে এখন বৃষ্টির প্রবণতা কমে এসেছে।

আরও পড়ুন

গত মে মাসের শেষ এবং চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছিল। মে মাসের শেষে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এর প্রভাবে ব্যাপক বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে ২৪ মে নির্দিষ্ট সময়ের অন্তত এক সপ্তাহ আগে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করে। এ দুয়ের প্রভাবে বৃষ্টি বাড়তে থাকে। বৃষ্টি বাড়লেও গরম কিন্তু কমছে না। এর কারণ প্রসঙ্গে বাতাসের প্রচুর আর্দ্রতার কথা বলছেন আবহাওয়াবিদেরা।