সকালে ঢাকার বাতাস মাঝারি মানের

বায়ুদূষণফাইল ছবি: প্রথম আলো

বায়ুদূষণে বিশ্বের ১১৮টি শহরের মধ্যে আজ রোববার সকালে রাজধানী ঢাকার অবস্থান ১৫তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে আজ সকাল ৯টার দিকে ঢাকার স্কোর ৮৮। বাতাসের এই মান ‘মাঝারি বা গ্রহণযোগ্য মানের’ বিবেচনা করা হয়।

গতকাল শনিবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১১৭টি শহরের মধ্যে ঢাকা দশম অবস্থানে ছিল। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে গতকাল সকাল ১০টার দিকে ঢাকার স্কোর ছিল ১২৭। বাতাসের এই মান ছিল ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আজ সকাল ৯টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি।

আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৮৬। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা ও বাহরাইনের মানামা। জাকার্তার স্কোর ১৫৮। মানামার ১৫৬।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।