মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে, গরম বাড়তে পারে

রাজধানীতে আজ ছিল তীব্র রোদ
ছবি: প্রথম আলো

বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে। এতে আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘমুক্ত থাকতে পারে। ফলে রোদের তীব্রতা বেড়ে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের আশঙ্কার কথাও জানানো হয়েছে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় উপকূলীয় এলাকায় কিছুটা বৃষ্টি হয়। আগামী কয়েক দিনের মধ্যে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিলে গরম বাড়তে পারে। তবে সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু এরই মধ্যে দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দু–এক দিনের মধ্যে তা দেশের দক্ষিণ–পশ্চিম উপকূল থেকে বিদায় নিতে পারে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে কাল রোববার থেকে দু–এক দিন বৃষ্টি চলতে পারে।

এদিকে দেশের বেশির ভাগ এলাকায় আজ দিনে তীব্র রোদ ও গরম ছিল। সেসব এলাকার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে শহরের বাইরের এলাকাগুলোতে কুয়াশা পড়তে শুরু করেছে।

গতকাল দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ভোলায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশে একমাত্র কুতুবদিয়ায় বৃষ্টি হয়েছে, পরিমাণ ছিল দুই মিলিমিটার।