বঙ্গোপসাগরে লঘুচাপটি ঘূর্ণিঝড় হতে পারে

বঙ্গোপসাগর
ফাইল ছবি

বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতে আঘাত হানতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর শীত বাড়বে।

ঘূর্ণিঝড়টির আগাম নাম দেওয়া হয়েছে মানদাউস। বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আগাম নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থা। এই নামটি দিয়েছিলেন আরব আমিরাতের আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি আগামীকাল মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, লঘুচাপটি দ্রুত নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশে আঘাত হানার তেমন আশঙ্কা নেই। ঘূর্ণিঝড় আঘাত করার আগপর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, তারপর আবারও শীতের দাপট বাড়বে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা বা শীত বেশি ছিল বরাবরের মতো পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুর ও রাজশাহী বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় সেখানে শীত ছিল বেশি। তবে রাজধানীতে দুই দিন ধরে রাতে ও ভোরে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে। ফলে শীতের অনুভূতি খানিকটা বেড়েছে।