রাজধানীসহ বিভিন্ন স্থানে কুয়াশা, চার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস

কুয়াশায় ঢেকে আছে চারদিক। আজ সকাল আটটার দিকে রাজধানীর খিলগাঁও পুলিশ ফাড়িঁ থেকে তোলাছবি: ফাতেমা তুজ জোহরা

ঘন কুয়াশা আর তীব্র শীত কাঁপাচ্ছে রাজধানীসহ পুরো দেশকে। গতকালের চেয়ে আজ বুধবার সকালে কুয়াশা অপেক্ষাকৃত বেশি।

তবে আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ তাপমাত্রা বেড়ে যেতে পারে কিছুটা। গতকালের চেয়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। রাজধানী ও দেশের অন্যত্রও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে একই সঙ্গে।

গতকাল দেশে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে, ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তবে জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে জানান, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজ রাজধানীতেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। গতকাল রাজধানীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আজ তা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আজ দেশের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার বার্তা অনুযায়ী, ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী দু–একদিনের মধ্যে তাপমাত্রা আবার কমে যাতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস।

আরও পড়ুন

গতকাল রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। চার বিভাগ ছাড়াও শৈত্যপ্রবাহের আওতায় ছিল মৌলভীবাজার, ভোলা, কুমিল্লা ও বরিশাল জেলা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তবে জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।