‘ঢাকা ফ্লো ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্টিভ্যালে’ বায়ুদূষণ নিয়ে আলোচনা

‘ঢাকা ফ্লো ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্টিভ্যালে’ শক্তি ফাউন্ডেশনের স্টলের সামনে ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম
ছবি: শক্তি ফাউন্ডেশনের সৌজন্যে

আজ শুক্রবার শুরু হলো দুই দিনব্যাপী ‘ঢাকা ফ্লো ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্টিভ্যাল’। আজকের অনুষ্ঠানে বেসরকারি সংগঠন শক্তি ফাউন্ডেশন বায়ুদূষণ ও আগামীর ভাবনা নিয়ে ‘ব্রেথ ফ্রি’ আলোচনা সভায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ‘স্বাস্থ্যকর, সুন্দর এবং সর্বোপরি সুখী জীবন যাপনে জনগণকে উদ্বুদ্ধ করা’। গুলশান–২ এর গুলশান সোসাইটি লেক পার্কে এ অনুষ্ঠান হয়। শক্তি ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা ফ্লো ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্টিভ্যালে শক্তি ফাউন্ডেশনের বিলবোর্ড ‘সেভ ইয়োর ব্রেথ: শক্তি ফর ক্লিন এয়ার’–এর সামনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
ছবি: শক্তি ফাউন্ডেশনের সৌজন্যে

ফুসফুসের ক্যানসার সচেতনতা মাসকে কেন্দ্র করে কৃত্রিম ফুসফুস–সংবলিত একটি বিলবোর্ড  ‘সেভ ইয়োর ব্রেথ: শক্তি ফর ক্লিন এয়ার’ প্রদর্শন করে শক্তি ফাউন্ডেশন। বিলবোর্ডটিতে বাংলাদেশের মার্কিন দূতাবাসে স্থাপিত রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ও জনসাধারণের জন্য প্রদর্শিত হচ্ছে।

এ ছাড়া এ আয়োজনে শক্তি ফাউন্ডেশনের সদস্যদের তৈরি পরিবেশবান্ধব পণ্য নিয়ে একটি স্টল স্থাপন করা হয়। স্টলে দেশের বিভিন্ন প্রান্তের শক্তির সদস্যদের পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হয়।

শক্তি ফাউন্ডেশনের স্টল এবং প্রদর্শনী পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশেন মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাস, গুলশান সোসাইটির কার্যনির্বাহী কমিটির মহাসচিব (২০২২-২৪) সারওয়াত সিরাজ শুক্লা, চিফ হিট অফিসার বুশরা আফরিন ও নেমেসিস ব্যান্ডের মিউজিশিয়ান জোহাদ রেজা চৌধুরী। তাঁরা শক্তি ফাউন্ডেশন কার্যক্রমের প্রশংসা করেন।