মৌসুমি বায়ু সক্রিয়, আসতে পারে আরেকটি লঘুচাপ

আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

আজ রোববার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। পরে বৃষ্টিও হলো খানিকটা। এরপর আবার রোদ উঠেছে। তবে আকাশ পরিষ্কার হয়নি। সেই সঙ্গে আছে গরম। রাজধানীর আকাশ আজ এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ বৃষ্টির সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকালের বৃষ্টি হয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে। তবে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা আবার দেখা দিয়েছে; যদিও এর সঙ্গে আজকের বৃষ্টির কোনো যোগসূত্র নেই।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সারা দিন। বিকেলের দিকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয়। সে জন্য দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

মনোয়ার হোসেন আরও বলেন, আগামী মঙ্গলবারের দিকে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। সেটি নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনই বলা যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ বেলা ১১টায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে বৃষ্টি হয়েছে সামান্য।