ছুটির দিনের সকালেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বায়ুদূষণফাইল ছবি: প্রথম আলো

আজ শুক্রবার সকাল ৯টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৯৫। একে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য করা হয়। আর বিশ্বের ১২০টি শহরের মধ্যে দূষণে ঢাকার অবস্থান তৃতীয়। গতকাল বৃহস্পতিবার ১৬৮ স্কোর নিয়ে ঢাকা ছিল পঞ্চম অবস্থান।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার বায়ুদূষণের কয়েকটি উৎসের মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া। আজ ছুটির দিন রাজধানীর রাস্তায় যানবাহন অনেক কম। আবার অনেক কলকারখানাও বন্ধ থাকে, তবু দূষণ কমেনি।

আজ সকাল ৯টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি, স্কোর ৫১২। আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৪৫২।

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে সাভারের হেমায়েতপুর, আগা খান একাডেমি ও গুলশান লেক পার্ক এলাকা।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৩ শতাংশ বেশি।

সুরক্ষায় করণীয়

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ হলো, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।