রাজধানীর ৩ স্থানের বায়ু আজ ভয়ানক দূষিত

বায়ুদূষণফাইল ছবি

রাজধানীর বাতাস আজ শনিবার সকালে খুব অস্বাস্থ্যকর। এটা এখন নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। গত ডিসেম্বর মাসে একদিনও নির্মল বায়ু পায়নি ঢাকাবাসী। চলতি বছরের শুরু থেকেই দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। আজ সকাল সোয়া ১০টা দিকে রাজধানীর বায়ুর মান ছিল ২৫৪। বিশ্বের নগরীগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। তবে নগরীর তিন স্থানে দূষণ পরিস্থিতি ভয়ানক। এই তিন স্থানে বায়ুর মান ৩০০’র ওপরে। এই পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ বলা হয়।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার ৩ স্থানে ভয়ানক দূষণ

আজ সকালে ঢাকার তিন স্থানে বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো: দক্ষিণ পল্লবী (৩৫৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩১২) এবং গুলশানের বে’জ এইজ ওয়াটার (৩১০)। খুব অস্বাস্থ্যকর বায়ু নিয়ে আছে আরও কল্যাণপুর (২৯৮), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৬১), শান্তা ফোরাম (২৫১), গোড়ান (২৪৫) এবং পীরেরবাগ রেললাইন (২১২)।

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটি শুধু যে ঢাকায়, তা নয়; সারা দেশে। কোনো কোনো দিন ঢাকাকে ছাপিয়ে যাচ্ছে দেশের অন্যান্য শহরের বায়ুদূষণ।

শুকনা মৌসুমের শুরু থেকে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শও দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।