সর্বনিম্ন তাপমাত্রা আবার কমল, ৯ জেলায় শৈত্যপ্রবাহ

শীতের সকালে জমিতে কাজ করছেন এক কৃষক। লাইন বিল পাবলা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১১ জানুয়ারি

এক দিনের ব্যবধানে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমে গেল আজ রোববার। তবে আজ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যাও কমেছে। আজ দেশের ৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। গতকাল শনিবার এর সংখ্যা ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা আবার একটু করে কমতে পারে। বাড়তে পারে শৈত্যপ্রবাহের এলাকা। আজ রাজধানীর তাপমাত্রাও অনেকটা বেড়ে গেছে।