সুন্দরবনে হাড়বাড়িয়ায় ফুট ট্রেইলে বাঘ
পূর্ব সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে একটি বিশাল রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। পর্যটক ও বনরক্ষীরা বাঘটিকে শান্তভাবে বসে থাকতে দেখেন। এ নিয়ে ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরেছে। এর আগে, খুলনার কয়রায়, সুন্দরবনের শেখেরটেক ইকো ট্যুরিজম এলাকায় এবং বড় কটকা খালে বাঘ দেখা গিয়েছিল। ২০১৮ সালের বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪ যা ২০২৪ সালে বেড়ে ১২৫ হয়েছে।